Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখ খানের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের আগে বলিউড ছাড়ব না -অনুরাগ কাশ্যপ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তাদের মাঝে বন্ধুত্ব নিয়ে খুব কম মানুষই জানে, এমনটি হতে পারে অনেকে তা ভাবতেই পারে না। এই বন্ধুত্ব বলিউডের বাদশাহ শাহরুখ খান আর নির্মাতা অনুরাগ কাশ্যপের মাঝে।
অনুরাগ জানিয়েছেন তাদের এই বন্ধন দুই দশকের। তবে মজার ব্যাপার হল তার কোনও চলচ্চিত্রে শাহরুখ এখনও অভিনয় করেননি। নির্মাতাটি স্বীকার করেছেন তাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ না করলে তার চলচ্চিত্রের তালিকা অসম্পূর্ণ রয়ে যাবে।
এক সাক্ষাতকারে অনুরাগ শাহরুখের সঙ্গে তার চলচ্চিত্র নির্মাণের সম্ভাব্য পরিস্থিতিগুলো তুলে ধরেন। এক সময় শোনা যাচ্ছিল তার ‘নো স্মোকিং’ (২০০৭) চলচ্চিত্রে শাহরুখ অভিনয় করবেন তবে শেষে তাতে অভিনয় করেন জন এব্রাহাম। তিনি আরও জানান তাকে আর হলিউডে বড় একজন তারকাকে নিয়ে তিনি ‘অলউইন কালিচরণ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন তবে তা শেষ পর্যন্ত ফ্লোর পর্যন্তই গড়ায়নি।
তিনি বলেন, “তবে আমরা নিশ্চয়ই একদিন একসঙ্গে কাজ করব। শাহরুখ খানের সঙ্গে একটি চলচ্চিত্র নির্মাণের আগে আমি কোথাও যাব না।”
অনুরাগ কাশ্যপ জানান তার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শাহরুখের কাছে তিনি চিত্রনাট্য নিয়ে যাবেন যখন “অভিনেতাটি তাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিবেচনা করবেন জুনিয়র হিসেবে নয়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ