Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিভোর্স কার্যক্রমের শুনানি শুরু অনুপস্থিত শাকিব, উপস্থিত হয়ে বক্তব্য দিলেন অপু বিশ্বাস

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: শাকিব ও অপু বিশ্বাসের বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর অফিসে। গত ১৫ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হলেও হাজির হননি শাকিব। হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। শাকিব এখন ব্যাংকক রয়েছেন। তবে তিনি হাজির না হলেও শুনানি হয়। অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সাথে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু। শুনানিতে অপু বিশ্বাস বলেন, শাকিব খানের জন্য ধর্ম ছেড়েছি। কিন্তু অন্যদের কথায় ভুল বুঝে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন। অপু বলেন, আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তাছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না। ওকে আমি পাচ্ছি না। ভেবেছিলাম আজ পাবো, পেলাম না। ওর সাথে সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেতো। এছাড়া এখানে যে স্বাক্ষর তা তার নয়। অপু বলেন, ওর জন্য আমি ধর্ম ত্যাগ করেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে অন্যরা ভুল বুঝিয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর স্ত্রী অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান শাকিব। ডিভোর্স নোটিশের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর কাছে চিঠি পাঠায় সিটি করপোরেশন। ডিএনসিসি কর্মকর্তারা জানান, শাকিব খানের তালাকের নোটিশটি ডাক যোগে ডিএনসিসির কাছে পৌঁছনোর পর নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। সে অনুযায়ী গত ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়। তারা যদি আবার স্বামী-স্ত্রী হিসেবে থাকতে রাজি হন তাহলে তারা সংসার করবেন। অন্যথায় তাদেরকে আরো দুইবার নোটিশ দিয়ে শুনানি করা হবে। এর মধ্যে তারা নিজেরা মিলমিশ করতে চাইলে তা করতে পারবেন। তাতে ধর্মীয় রীতির কোনো সমস্যা হবে না। আর যদি তারা তিনবার শুনানির পরও একসঙ্গে না থাকতে চান তবে নিয়মানুযায়ী তালাক কার্যকর হয়ে যাবে। শাকিব না থাকায় সালিশের নতুন তারিখ ধার্য করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ