Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুড়িচংয়ে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি

গোমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতি নদীর চর এলাকায় কাঁঠালিয়া ও রামনগরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে গোমতি নদী থেকে বালু উত্তোলনের ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বালু উত্তোলনের ফলে ধীরে ধীরে কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকাল ১০টায় স্থানীয় জনগণ ও কৃষকরা ড্রেজার মেশিন দিয়ে বালুু উত্তোলন বন্ধ করতে বললে নদীর দুই তীরবর্র্তী গ্রাম রামনগর ও কাঁঠালিয়ার জনগণের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার খবর পেয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে ও দেবপুর পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত দু’পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, মূলত উপজেলার মীরপুর, গোবিন্দপুর ও কংশনগর এই প্রধান তিনটি বালুঘাট ইজারা দেয়া হয়। কিন্তু খুচরাভাবে ইজারা নিয়ে উপজেলার রামনগর এলাকার একটি বালু উত্তোলনকারী সিন্ডিকেট ১২ ইঞ্চি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ফলে চরের কয়েকশত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ বালু বোঝাই ট্রাক, ট্রলি ও ট্রাক্টর চলাচলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বেড়িবাঁধ ও সড়ক। কাঁঠালিয়া চরের স্থানীয় কৃষক মনা মিয়া, সুরুজ আলী, রহিমসহ আরো কয়েকজন অভিযোগ করেন, নদী তীরের জমি চাষ করে আমাদের সংসার চলে। এখন এ বালু উত্তোলনকারী প্রভাবশালী মহল যেভাবে চরের ফসলি জমি ও বালুকেটে নিচ্ছে, তাতে আমরা চাষবাস করে খেতে পারব না। আমরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান লালন হায়দারকে জানালে তিনি ও ড্রেজার মালিক ও ইজারাদারদের মাটি কাটতে নিষেধ করেন। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে সাধারণ কৃষকদের উপর হুমকি চালানোর পাঁয়তারা চালায় এবং ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা অব্যাহত রাখে। গতকাল সকাল ১০টায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ বিষয়ে বালু উত্তোলনকারী শাহ আলম ও শাহিনের সাথে মুঠোফোনে আলাপকালে তারা জানায় ইন্দ্রবতী মৌজায় গোমতি নদীর রামনগনর এলাকায় আমরা আমাদের পৈতৃক সম্পত্তি থেকে সাব-ডাকের মাধ্যমে যথাযথ নিয়মে বালু উত্তোলন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ