রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন : পাবনার চাটমোহর উপজেলার সর্বত্র প্রচন্ড ঘন কুয়াশা আর শীতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়েছে। সপ্তাহব্যাপী পাবনা জেলার সর্বত্র পড়ছে প্রচন্ড রকমের ঘন কুয়াশা আর শীত। এই ঘন কুয়াশা আর শীতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা ঘরের বাইরে যেতে পারছে না। শিক্ষার্থীরা লেখা পড়ার স্বার্থে কষ্ট করে ঘরের বাইরে গিয়ে অসুস্থ হয়ে ঘরে ফিরছে। সপ্তাহব্যাপী ঘন কুয়াশা আর শীতে শিক্ষার্থীরা দুর্বল হয়ে পড়ছে। উপজেলায় প্রচন্ড রকমের শীত জেঁকে বসেছে। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা মারাত্মক বিপর্যয় আর শঙ্কার মধ্যদিয়ে দিনযাপন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গিয়ে শিক্ষার্থীদের শীতজনিত কারণে অসুস্থ্য হওয়ার দৃশ্য দেখা গেছে। এই শীতে সর্বত্র ব্যাপক আকারে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন উপজেলার অনেক ছাত্রছাত্রী ঠান্ডাজনিত ডায়রিয়াসহ, সর্দি-কাশিতে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের প্রতিদিনই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। প্রচন্ড শীতে শিক্ষার্থীরা ¯ু‹ল ড্রেসের ওপর শীতের গরম পোশাক পরেও রেহাই পাচ্ছে না। অনেক অভিভাবক এই প্রচন্ড রকমের শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।