Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনার্জি চার্টারের সদস্য হওয়ার আনুষঙ্গিক কাজ সম্পন্ন -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:২২ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এনার্জি চার্টারের সদস্য হওয়ার আনুষঙ্গিক কাজ সম্পন্ন। শীঘ্রই বাংলাদেশ সদস্য পদ অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি (আইআরইএনএ) ৮ম সম্মেলনের উদ্বোধনী দিনে এনার্জি চার্টারের সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
গতকাল রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, জ্বালানিখাতের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগের অপরিসীম সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিনিয়োগ নিশ্চিত লাভজনক এবং এর সুফল দ্রæত পাওয়া যাবে। এনার্জি চার্টারের সদস্য হলে বিনিয়োগ, ব্যাবসা এবং এর রোডম্যাপ, জ্বালানি সাশ্রয়, জ্বালানি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অভিজ্ঞতা বিনিময়, গ্রিন ফান্ড প্রাপ্তি ইত্যাদি সহযোগিতা পাওয়া যাবে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত এবং হালনাগাদ তথ্য সংবলিত প্রতিবেদন সন্নিবেশ করার জন্য এনার্জি চার্টারে প্রেরণ করা হয়েছে। এনার্জি চার্টারের সাথে আলোচনাক্রমে চূড়ান্ত খসড়া তৈরি করে ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। ভেটিং পর্ব শেষ হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এনার্জি চার্টারে যোগদান করা হবে। আলোলোচনাকালে অন্যান্যের মাঝে এনার্জি চার্টার সেক্রেটারি জেনারেল ড. আরবান রুশনার, এনার্জি চার্টারের নলেজ সেন্টার কো-অর্ডিনেটর ড. মারাত টেরন্টোভ এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন
###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ