Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারল্য সঙ্কট বাড়ছে ব্যাংক ঋণের সুদ হার

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোটার : তারল্য সংকটের কারণে আবারো বাড়তে শুরু করেছে ব্যাংক ঋণের সুদ হার। বেসরকারি তো বটেই, সরকারি ব্যাংকগুলোও তাদের ঋণের সুদ হার বাড়াতে শুরু করেছে। মূলত কয়েকটি ব্যাংকের লাগামহীন ঋণ বিতরণ ও কেন্দ্রীয় ব্যাংকের অদূরদর্শীতা- অদক্ষতার কারণেই সুদ হারের এই ঊর্ধ্বগতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফারমার্স ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখা। আমানতের টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়েছেন গ্রাহকরা। শুধু এই শাখাই নয়, ব্যাংকটির প্রায় সব শাখাতেই এখন দেখা মিলবে এমন দৃশ্যের।
কেন এই ব্যাংকটির প্রতি গ্রাহকদের এমন আস্থার সংকট? গত বেশ কিছুদিন ধরেই ব্যাংকটির আমানতের চেয়ে ঋণের প্রবৃদ্ধি বেশি হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। ফারমার্স ব্যাংকের মতো এতোটা না হলেও অনেক ব্যাংকেরই একই অবস্থা। ঋণ-আমানত অনুপাত ছাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গ্রহণযোগ্য সীমা।
গত দুই বছর ধরেই ব্যাংক খাতে ঋণের প্রবৃদ্ধি বেড়েছে। বিপরীতে পাল্লা দিয়ে কমেছে আমানতের প্রবৃদ্ধি। এর অন্যতম কারণ আমানতের সুদ হার ব্যাপক হারে কমে যাওয়া। বিভিন্ন কর পরিষেবা বাদ দিলে এই হার মূল্যস্ফীতির চেয়েও কম। অন্যদিকে এই সময়টায় আমানতের চেয়ে সঞ্চয়পত্রের সুদ হার বেশি থাকায় শেষ আশ্রয়স্থল হিসেবে সাধারণ মানুষ বিনিয়োগ করেছে সরকারের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। অনেকেই আবার বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুঁজিবাজারেও বিনিয়োগ করেছেন।
তারল্য সংকটে চাহিদা বেড়ে যাওয়ায় ইতোমধ্যে আবারো অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বাড়তে শুরু করেছে আমানতের সুদ হার। সেই সাথে বাড়ছে ঋণের সুদ হারও। সরকারি ব্যাংকগুলোও এক্ষেত্রে পিছিয়ে নেই।
বহুদিনের চেষ্টায় ঋণের সুদ হার এক অংকের ঘরে নামিয়ে এনে তা ধরে রাখতে না পারাটাকে বিশ্লেষকরা দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা হিসেবে। তবে এই বিষয়ে জবাব মেলেনি কেন্দ্রীয় ব্যাংকের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ