Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশকে জার্মানির ৩৩৭.২ মিলিয়ন ইউরো সহায়তা

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জ্বালানি ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে ৩৩৭ দশমিক ২০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। এ লক্ষ্যে গতকাল রোববার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) দু’দেশের মধ্যে কারিগরি সহযোগিতা, সায়েদাবাদ পর্যায়-৩ এর জন্য অর্থনৈতিক সহযোগিতা শীর্ষক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডি সচিব কাজী শফিকুল আজম ও জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ চুক্তিতে স্বাক্ষর করেন। কারিগরি সহযোগিতা ২০১৬’র আওতায় বিভিন্ন প্রকল্পে ৩১ মিলিয়ন ইউরো অনুদান এবং অর্থনৈতিক সহযোগিতা-২০১৬’র আওতায় ২১৬ দশমিক ২০ মিলিয়ন ইউরো ঋণ ও অনুদান হিসেবে দেয়া হবে।
এছাড়া জলবায়ু অভিযোজন সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের জন্য ৯০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। চুক্তিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন সংস্থা হচ্ছে বিদুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, ওয়াসা ও বন ও পরিবেশ মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ