বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আগামীকাল (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন। চবি কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতের এ সাবেক প্রেসিডেন্টকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চবি প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্টার অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, প্রেসিডেন্টের সাথে পরামর্শ করে ভারতের সাবেক প্রেসিডেন্টকে সম্মাননাসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চবি সূত্রে জানা যায়, ওইদিন বেলা বারটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন প্রণব মুখার্জি। এসময় একটি স্পেশাল সমাবর্তনের মাধ্যমে তিনি এ সম্মাননা গ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের মাঠে আয়োজিত বিশেষ সমার্বতনে প্রণব মুখার্জি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্য রখবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দ্য সূর্যসেন ও প্রীতিলতার নামে চবির দু’টি আবাসিক হল পরিদর্শন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।