বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : ঢাকা শিল্পকলা একাডেমি মাঠে অনুষ্ঠিত ১১-১৩ জানুয়ারি তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ১৮ এ অংশগ্রহণকারী ১০৩ টি সংস্থা/বাহিনী কর্তৃক প্রদর্শিত স্টল সমূহের মধ্যে সেনাবাহিনীর স্টল শ্রেষ্ঠ বিবেচিত হয়। ঢাকা জেলা প্রসাশক গঠিত বিচারক মন্ডলীর বিবেচনায় এ রায় ঘোষনা করা হয়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ঢাকা অঞ্চলের মেলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ টি সংস্থা যথা সেনা, নৌ ও বিমান বাহিনী এবং আবহাওয়া ও জরিপ অধিদপ্তরসহ সরকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সেবাদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহনকারী বিভিন্ন সংস্থার স্টলের মধ্যে সেনাবাহিনী প্রথম, নৌবাহিনী দ্বিতীয়, বিমান বাহিনী তৃতীয় এবং আবহাওয়া অধিদপ্তর নবম স্থান অধিকার করে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মেলায় বাংলাদেশ সেনাবাহিনীর স্টলকে শ্রেষ্ঠ স্টলের ক্রেস্ট বিতরণ করেন। সেনাবাহিনীর স্টলে বর্তমান সরকারের সময়কালে ২০০৯ সাল হতে সেনাবাহিনীর ভৌতকাঠামো উন্নয়ন মানব সংগঠন ও মানব সম্পদ উন্নয়ন, আধুনিক সরঞ্জামাদিসহ সেনাবাহিনীতে উন্নয়নমূলক কর্মকান্ডের ছবি, ভিডিও এবং মডেল/রেপলিকার মাধ্যমে প্রদর্শন করা হয়। এছাড়াও সেনাবাহিনী দেশের জাতীয় পর্যায়ে যে সব উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছে তাও প্রদর্শন করা হয়। মেলায় আগত দশকরা সেনাবাহিনীর স্টল পরির্দশন করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লাভ করে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গনভবন থেকে মেলার উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে এসময়ে মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।