Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালে তিনদিনের উন্নয়ন মেলায় কৃষি বিভাগের স্টল প্রথম

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবিহত করতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শনিবার রাতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। বরিশাল মহানগরীর বঙ্গবন্ধু উদ্যান বেল পার্কে এবারের মেলায় সরকারীÑবেসরকারী প্রায় ১৬৫ টি স্টল অংশ নেয়। সড়ক ও জনপথ এবং এলজিইডিসহ বিভিন্ন সরকারি উন্নয়ন প্রতিষ্ঠান মেলায় তাদের কর্মকান্ড প্রদর্শন করে। এ ছাড়াও বরিশাল মহানগর পুলিশ, পায়রা বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, কৃষি স¤প্রসরান অধিদফ্তর, বিএডিসি, ধান গবেষনা ইনস্টিটিউট ও কৃিষ গবেষনা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় স্টল খুলে জনগনকে সরাসরি তাদের কর্মকান্ড সম্পর্কে ধারনা প্রদর্শন করে। মেলার স্টলগুলোর মধ্যে বরিশাল সড়ক বিভাগ ও এলজিইডি’র স্টলগুলো ছিল যথেষ্ঠ দৃষ্টিনন্দন। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এসব স্টলে ভীড় জমান। মেলাশেষে সব ধরনের বিবেচনায় কৃষি বিভাগের স্টলগুলো প্রথমস্থান অধিকার করে। এছাড়া বরিশাল সড়ক বিভাগ ও এলজিইডি যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ