Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে রাশেদ খান মেনন, দেশে শারীরিক প্রতিবন্ধী ৬ লাখ ৮৫ হাজার ২৬৩ জন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সমাজসেবা অধিদফতরের জরিপ অনুযায়ী দেশে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ২৬৩ এবং বুদ্ধি প্রতিবন্ধী ১ লাখ ২১ হাজার ৪৭ জন। গতকাল রোবার জাতীয় সংসদে সরকারি দলের এম, আবদুল লতিফ এমপির এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯ এর আওতায় সরকার বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ক্যাম্পাসে ২০১১ সালে একটি সম্পূর্ণ অবৈতনিক স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম চালু করেছে। পরবর্তীতে ঢাকা শহরের মিরপুর, লালবাগ, উত্তরা ও যাত্রাবাড়ীতে ৪টি, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও সিলেট এই ৬টি বিভাগীয় শহরে এবং গাইবান্ধা জেলায় ১টিসহ মোট ১১টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল এবং জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ৬২টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল চালু করা হয়েছে। তিনি বলেন, বিএসএড ডিগ্রীপ্রাপ্ত শিক্ষক এবং প্রশিক্ষণ প্রাপ্ত কেয়ার-গিভারের সমন্বয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। এসব স্কুলে সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭০৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ