বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এস.এম হুমায়ুন কবীর, ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা ঃ ময়মনসিংহের ত্রিশালে গতকাল রোববার নিখোঁজ যুবকের মরদেহ নিয়ে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় ত্রিশালে টানটান উত্তেজনা বিরাজ করছে। জানাযায়, গত শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার নামাপাড়া শুকনী বিলে জুয়ার বোর্ডে পুলিশ হানাদেয়। এ সময় পালাতে গিয়ে সজীব(২৩) নামের এক যুবক বিলের পানিতে ঝাপ দেয় । পরে এলাকাবাসী, পুলিশ, ফায়ার সার্ভিস ডগস্কোয়াড ও ডুবুরী নামিয়ে পানি ও কচুরীপানা সরিয়েও সন্ধান পায়নি নিখোজ সজিবের। এলাকাবাসি শুকনি বিলে পুনরায় তল্লাসী চালিয়ে নিখোজ সজিবের মরদেহ উদ্ধার করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সজিবের মরদেহ ত্রিশাল থানায় নিয়ে আসলে থানার প্রধান ফটকে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, আটক ৬ জুয়ারিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
সহকারি পুলিশ সুপার(ত্রিশাল সার্কেল)আল আমিন জানান, সজিবের মৃত্যুর ঘটনায় পুলিশের কোন গাফিলতি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিকেলে ত্রিশাল থানায় উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, সার্কেল আল আমিন, পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা যুব লীগ সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, ওসি জাকিউর রহমান ও নিহতের চাচা শহিদুল ইসলামসহ বৈঠকে কোন সুরাহা না হওয়ায় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। গ্রেপ্তারকৃত হলেন, মাসুদ (২০), বিল্লাল (২৮), মোজাম্মেল (৪৫), আলম (৪২), আবু বকর (২০) ও শাহজাহান (৩৫)। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। এ ঘটনায় ত্রিশাল থানার এএসআই সোহেল রানা বাদী হয়ে একটি মামলা (নং-১৪) দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।