Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠের অভাবে চট্টগ্রাম থেকে জাতীয় খেলোয়াড় তৈরি হচ্ছে না

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : খেলাধুলা মানুষের মন ও শারীরিক বিকাশে সাহায্য করে উল্লেখ করে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ বলেছেন, তরুণ সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা জরুরী। মাঠের অভাবে চট্টগ্রাম থেকে জাতীয় খেলোয়াড় তৈরি হচ্ছে না। গতকাল (রোববার) নগরীর পশ্চিম মাদারবাড়ী বাঁধন ক্লাব আয়োজিত শর্টপিছ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ২৯নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন হযরত টং ফকির শাহ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক, শহর সমাজসেবা প্রকল্প-২ এর সভাপতি নজরুল ইসলাম, বাঁধন ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আমিনুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ