বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী বলেছেন, সংস্কৃতির শুদ্ধতাকে ধারণ করলে সত্যিকারের মানুষ হওয়া যায়। আবহমান বাংলার শুদ্ধ সংস্কৃতিকে লালন করতে হবে। বাংলার সংস্কৃতিকে জানতে হবে। গতকাল (রোববার) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত সাংস্কৃতিক উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে কুমিরায় ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের (স্ট্যাড) পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ। উপস্থিত ছিলেন আইআইইউসির বের্ড অব ট্রাস্টীজের সদস্য মুহাম্মদ নূরুল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যাডের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও চৌধুরী গোলাম মাওলা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ও কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।
আগুন পোহানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ২
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার চৌড়হাসে আগুন পোহানোর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল দু’ তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছে। তাদের নাম শামিম আহমেদ (২৪) ও সোহান মন্ডল (১৮)। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে। জানা যায়, শামিম ও সোহান একই এলাকার বাসিন্দা। গতকাল সকালে চৌড়হাস এলাকায় সোহানের বাড়ির পাশে ডাবলুর বাড়ির বাঁশঝাড়ে আগুন পোহানো হচ্ছিল। এ সময় সোহান বন্ধুদের নিয়ে সেখানে আগুন পোহাতে যায়। সে বাড়ির লোকজন আগুন জ¦ালাতে তাদের নিষেধ করে। এ সময় শামিমের সাথে সোহানের কথা কাটাকাটি হয়। উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলার এক পর্যায়ে সোহানের বন্ধু আসিফ ছুরি বের করে শামিমকে ছুরিককাঘাত করে। এদিকে শামিমও সোহানকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন দু’জনকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত শামিমের বাবার নাম ডাবলু ও সোহানের বাবার নাম তোফাজ্জেল মন্ডল। এ ঘটনায় নাজমা ও ফরহাদ নামে দু’জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) শেখ ওবায়দুল্লাহ বলেন, আগুন পোহানো নিয়ে ছুরিকাঘাতে দু’জনের মৃত্যর ঘটনা ঘটেছে। নিহতদের দু’পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।