Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের উন্নয়নের মহাসড়কের এই গতি অব্যাহত রাখতে নৌকার প্রতি আস্থাবান থাকুন -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো অর্থনীতিতে ব্যাপক সুনাম অর্জন করেছি। অবশিষ্ট উন্নয়ন কাজ ও দ্রæত গতিতে চলছে। গৃহায়ন ও পনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন সারাদেশের পাশাপাশি এই মীরসরাই উপজেলা দেশের অনেক এলাকার উন্নয়নের মাত্রা ভিন্ন মাত্রার উচ্চতা ছাড়িয়ে গেছে। ইছাখালির চরই আপনাদের সামনে উজ্বল দৃষ্টান্ত। এই চরে এখন ও কয়েক হাজার মানুষের কার্যক্রম শুরু হয়েছে। আর বেশী দিন নেই এই উপজেলার কোন মানুষ আর বেকার থাকবে না। তিনি বলেন উন্নয়নের মহাসড়কের এই গতিকে অব্যাহত রাখতে নৌকার প্রতি সবাইকে আস্থাশীল থাকতে হবে। মিরসরাই উপজেলায় ৩দিন ব্যাপি উন্নয়নমেলার শেষে শনিবার ( ১৩ জানুয়ারী ) রাত ৮টায় তিনি মেলায় উপস্থিত হয়ে সাড়ে ৯ টা পর্যন্ত মেলার অর্ধশত সকল স্টল ঘুরে সরকারের তৃণমূল পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকান্ডের খোঁজ খবর নেন। সবশেষে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির এর সভাপতিত্বে, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও বাবু সুভাষ সরকার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু, শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, চেয়ারম্যান খায়ের উল্লাহ, চেয়ারম্যান এমরান উদ্দিন, চেয়ারম্যান কামরুল হায়দার প্রমুখ। উল্লেখ্য যে মেলায় অর্ধশত উন্নয়ন ষ্টলের মধ্যে আলোচিত প্রাথমিক শিক্ষা বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, নাহার এগ্রো, সিপি বাংলাদেশ, কৃষি, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা সমূহ। মেলার উক্ত সমাপনি দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পকলা একাডেমী। প্রথম দিন ছিল প্রাথমিক শিক্ষা বিভাগ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ