Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভক্তদের পদভারে মুখরিত সাহেববাড়ী

সিলেটে ফুলতলী (র.) দশম ঈসালে সওয়াব মাহফিল আজ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সিলেট অফিস : ভক্তদের পদভারে আজ মুখরিত হয়ে উঠছে সিলেটের জকিগঞ্জের ফুলতলী সাহেববাড়ী। উপমহাদেশের প্রখ্যাত ওলী, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী (র.)-এর ১০ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারকার চিত্র্ও অভিন্ন। দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথির্ওা গন্তব্যের কাছাকাছি কেউবা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মোবারক এ ঈসালে স্ওয়াব মাহফিলে। এছাড়া দেশ বিদেশসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শীতের তীব্রতাকে উপেক্ষা করে ইতিমধ্যে জমায়েত হয়েছেন সাধারন ভক্ত-আশেকানরা। ২০০৮ সালে আজকের এ দিনে লাখ-কোটি ভক্ত আশেকানদের কাঁদিয়ে আল্লামা ফুলতলী সাহেব (র.) পাড়ি দেন পরম কাংখিত মাবুদে ম্ওালার দরবারে। তারপর থেকেই ্ওই দিনে ঈসালে স্ওয়াব মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়ে, ভার্বগাম্ভীর ্ও ধর্মীয় পরিবেশে। আমন্ত্রিত হন দেশে বিদেশের ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় প্রতিনিধিত্বশীল ব্যক্তি বিশেষ। মোবারক এ মাহফিল যথাযথ সম্পন্নে ব্যাপক প্রস্তত্ওি নেয়া হয়। এর্বাও একই ভাবে সম্পন্ন করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি। সকাল ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে শুরু হবে ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর সুযোগ্য উত্তরসূরী উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। ইতোমধ্যে মাহফিলে যোগ দিতে দেশ-বিদেশের সম্মানীত অতিথিরা পৌঁছতে শুরু করেছেন। সোমবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন রাসূলে পাক (সা.)-এর অন্যতম বংশধর, মিশরের আল আযহার ইউনিভার্সিটির দাওয়া ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. সায়্যিদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আল হাসানী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার প্রতি আহবান করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ