Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোনয়নে দৌড়ে এগিয়ে হাইব্রিড চেয়ারম্যান প্রার্থীরা

ফরিদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ফরিদপুর জেলা সংবাদদাতা ঃ ফরিদপুরে দীর্ঘ কয়েক বছর ধরে ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের ও একটি পৌরসভার নির্বাচন স্থগিত রয়েছে। তার কারণ হচ্ছে ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা। কাজও চলছে। কয়েকটি ইউনিয়ন থেকে কিছু কিছু অংশ কেটে এনে ফরিদপুর পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সীমানা নির্ধারণের কাজ চলছে। সীমানা নির্ধারণ হলেই পুনরায় নির্বাচনের তপশীল ঘোষণা করা হবে বলে একটি সূত্রে জানা যায়। এরই মধ্যে চলছে ইউপি নির্বাচনের লবিং গ্রæপিং। দুশ্চিন্তা ও আতংকের মধ্যে আছে প্রকৃত আওয়ামী লীগের বর্তমানে নির্বাচিত ও পরাজিত চেয়ারম্যানরা। শোনা যাচেছ, হাইব্রীড কিছু নেতাদের যারা নতুন ভাবে আওয়ামীলীগে যোগদান করছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে। এই গুঞ্জন শুনে প্রকৃত আওয়ামীলীগ প্রার্থীরা চরম ভাবে আতংকিত হয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের পরাজিত এক প্রার্থী জানান, তার ওই ইউনিয়নে বিএনপি থেকে যোগদানকৃত এবং বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নতুন ভাবে মনোনয়ন দেওয়া হলে আমাদের কী হবে ? আমরা দীর্ঘ ৩০/৪০ বছর ধরে আওয়ামীলীগ দল করে আসছি। এভাবে যদি হাইব্রীডদের নিয়ন্ত্রণ চলতে থাবে বা সুযোগ সুবিধা ভোগ করে বাধ্য হয়ে আমাদের রাজনীতি করা থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, ফরিদপুরের ১১টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নেই হাইব্রীডদের প্রাধাণ্য দেওয়া হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ