বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : কম খরচে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটালের পূর্ণাঙ্গরূপে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চতুর্থবারের মতো শুরু হলো বাংলাদেশ সরকার অনুমোদিত আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটাল লটারি।
গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে মিশন প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম লটারির টিকিট বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের নির্বাহী পরিচালক ড. এম. এহ্ছানুর রহমান, সাধারণ সম্পাদক ড. খলিলুর রহমান, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক সৈয়দ মোস্তাফীজুর রহমান। এছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসূচির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কাজী রফিকুল আলম বলেন, ১৯৯৭ সালে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্য হলো জনগণকে সম্পৃক্ত করা এবং তাদের আস্থা এবং বিশ্বাসকে বাস্তবে রূপ দেয়া। আগামী ১০ মার্চ ২০১৮ ড্র অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে- ১টি ৩০ লক্ষ টাকা; দ্বিতীয় পুরস্কার ১টি ৫ লক্ষ টাকা; ৩য় পুরস্কার ১টি ১ লক্ষ টাকাসহ ২৪৩টি পুরস্কার।
উল্লেখ্য, ‘নো লস নো প্রফিট’ এর ভিত্তিতে পরিচালিত হাসপাতালটি ২০১৪ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।