বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজান কামাল গতকাল (রোববার) নগরীর পতেঙ্গাস্থ বাটারফ্লাই পার্ক পরিদর্শন করেন। চট্টগ্রাম বন্দরের পাশে ৩ একর জমির উপর অবস্থিত এ পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, পার্ক শুধু অবসর সময় কাটানোর জন্য নয়। ছোট ছোট ছেলে-মেয়েদের এবং শিক্ষার্থীদের প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে শিক্ষা দেবে এ পার্ক। এর আগে পর্যটন মন্ত্রীকে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, ইন্ট্রাকো গ্রুপের চেয়ারম্যান এইচ এম হাকিম আলীসহ বাটারফ্লাই পার্কের কর্মকর্তাগণ অভ্যর্থনা জানান এবং ক্রেস্ট প্রদান করেন। প্রজাপতি সমেত এইটি প্রথম বাংলাদেশের ট্রপিক্যাল বাটারফ্লাই পার্ক। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পার্কটিতে বেড়াতে আসে শত শত স্কুলের শিক্ষার্থী ও দর্শনার্থী। এ পার্কটি স্থানীয় ও দেশীয় পর্যটকদের জন্য ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।