Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজস্ব আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আবুল খায়ের গ্রæপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন জিজ্ঞাসাবাদ করেন। তিন পরিচারলক হলেন-আবুল কাশেম, মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলাম। তবে এবারও জিজ্ঞাসাবাদে হাজির হননি প্রতিষ্ঠানটির পরিচালক আবুল হাশেম। এর আগে তৃতীয় দফায় গত ৯ জানুয়ারি তাদেরকে তলব করে চিঠি দিয়েছিল দুদকের অনুসন্ধান টিম।
এর আগে গত ২১, ২৪ ডিসেম্বর ও ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির ওই চার পরিচালককে তলব করে চিঠি দিয়েছিল দুদক। গত আগস্ট থেকে এ অভিযোগের অনুসন্ধান শুরু করে কমিশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ