বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা ঃ কুমিল্লার চৌদ্দগ্রামে মাথায় ইট পড়ে রিফাতুল ইসলাম জিহাদ নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিহাদ উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ফারুক হোসেনের পুত্র। শনিবার রাত আটটায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই আবদুল কুদ্দুস। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত একই বাড়ির সেলিমা আক্তার (২৪) নামের এক মহিলাকে আটক করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ফারুকের স্ত্রী আয়শা আক্তার ঋতু কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে তার পিত্রালয়ে চার মাস পূর্বে পুত্র সন্তান জন্মলাভ করে। গত শুক্রবার দুপুরে জিহাদের নানি রাশেদা বেগম তাকে কোলে তুলে রোদের মধ্যে দাঁড়ায়। ওই সময় একই বাড়ির বাসিন্দা সেলিমা আক্তার তার বিল্ডিংয়ের ছাদে উঠে ঝাড়– দেয়া শুরু করেন। হঠাৎ অসতর্কাবশত একটি ইট পড়ে জিহাদ অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন তাৎক্ষনিক জিহাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ভর্তি না করে কুমিল্লা সিডিপ্যাথ হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। জিহাদের অবস্থার অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার রাত সাড়ে দশটায় ঢাকায় নেয়ার পথে জিহাদের মৃত্যু হয়। এঘটনায় জিহাদের বাবা ফারুক হোসেন বাদি হয়ে শনিবার রাতে অভিযুক্ত সেলিমা আক্তারকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।