Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোক সংবাদ অ্যাডভোকেট আবদুল মালেক

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো ঃ নোয়াখালী - ৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী’র পিতা এবং বর্তমান এমপি আয়েশা ফেরদেস এর শ্বশুর এডভোকেট আবদুল মালেক (৯২) গতকাল বিকাল সাড়ে তিনটার সময় বার্ধক্যজনিত কারনে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, তিন কন্যা, অসংখ্য আতœীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ সোমবার বাদ আছর নোয়াখালীর মাইজদীকোর্টে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ কাজী কলোনীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, এডভোকেট আবদুল মালেক একজন সৎ ও নির্ভেজাল ব্যক্তি হিসেবে সূ-পরিচিতি রয়েছে। তিনি নোয়াখালীতে একাধারে ৮ বছর পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। মরহুম এডভোকেট আবদুল মালেকের প্রথম পুত্র মোহাম্মদ আলী হাতিয়া আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন, বড় পুত্রবধু হাতিয়ার বর্তমান এমপি, মেঝপুত্র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তৃতীয় পুত্র পুলিশের ডিআইজি, চতুর্থ পুত্র হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পঞ্চম পুত্র ড. মাহবুব হাছান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
****************



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ