Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনস্টাগ্রামে ডেমি লোভাটো আর জিজি হাদিদকে ‘আনফলো’ করলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গায়িকা সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে ২০০টিরও বেশি অ্যাকাউন্টকে ‘আনফলো’ করেছেন। এর মধ্যে গায়িকা ডেমি লোভাটো এবং মডেল জিজি হাদিদও রয়েছেন। এখন তার ফলোয়িং তালিকায় মাত্র ৩৭টি অ্যাকাউন্ট আছে। উল্লেখ্য এর আগে তিনি ৩০০’র কিছু বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ফলো করতেন।
‘উল্ভস’ গানটির জন্য খ্যাত গোমেজ তার ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ চলচ্চিত্রের সহঅভিনেত্রী এবং ‘থারটিন রিজনস হোয়াই’ তারকা কামিলা কাবেলোকেও আনফলো করেছেন।
তবে তিনি এখনও তার বন্ধু গায়িকা টেইলর সুইফ্ট, অভিনেত্রী ফ্রান্সিয়া রেইসা, গায়িকা-গীতিকার জুলিয়া মাইকেলস, অভিনেত্রী এমি শুমার এবং অভিনেত্রী জেসিকা অ্যালবাকে ফলো করছেন। এছাড়া কিছু ভক্তের অ্যাকাউন্টও তার ফলো তালিকায় আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি এই পরিবর্তন করেন।
এতো আনফলো করার বিষয়ে তার অনেক ভক্তই বিস্মিত, এক ভক্ত মন্তব্য করেছে : “তিনি ডেমি, কামিলা, তার সব বন্ধু, ‘থারটিন রিজনস হোয়াই’ আর ‘উইজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ সহশিল্পীদের আনফলো করেছেন; কী ঘটছে?”
গত মাসে গোমেজ অল্প সময়ের জন্য তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ