Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শুরু হতে যাচ্ছে দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় শিল্প প্রদর্শনী ঢাকা আর্ট সামিট

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: শিল্প এবং স্থাপত্যকে নতুন আঙ্গিকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিট (ডাস)। শিল্পকলা একাডেমীতে এই সামিট চলবে অ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। সামদানি আর্ট ফাউন্ডেশনের আয়োজনে ঢাকা আর্ট সামিটের ৪র্থ সংস্করনের সহযোগিতা করছে, গোল্ডেন হারভেস্ট গ্রুপ। নাদিয়া সামদানি ও রাজিব সামদানির যৌথ উদ্যোগ এবং চেয়ারম্যান হিসেবে ফারুক সোবহানের নেতৃত্বে শুরু হতে যাওয়া ঢাকা আর্ট সামিট একটি আন্তর্জাতিক, অবাণিজ্যিক, দক্ষিণ এশীয় আর্ট এবং আর্কিটেকচার সম্পর্কিত গবেষণাধর্মী এবং প্রদর্শনীধর্মী প্ল্যাটফর্ম। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ঢাকা আর্ট সামিটের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আরো রয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। দক্ষিণ এশীয় শিল্পের নতুন এক দিগন্তকে উন্মোচন করতে ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্টের উদ্যোগে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের কিউরেটরগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। সামিটে ২০১৮ সংস্করণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততাকে তুলে ধরা হবে নতুনভাবে। জাতীয় উন্নয়নকে বিশেষভাবে প্রভাবিত করার জন্যে রয়েছে শ্রীলংকার অজানা শিল্পকলার ইতিহাস। এছাড়াও দক্ষিণ এশিয়ার প্রদর্শনীর ইতিহাসের ওপর আলোকপাত করা হবে। সামিটে প্রথমবারের মত সম্পৃক্ত হতে যাচ্ছে ইরান ও তুরস্ক। এসব প্রদর্শনীতে অংশ নেবেন ৩৫ টি দেশের ৩০০ এর বেশি শিল্পী। দক্ষিণ এশিয়ার কিছুটা অজানা এবং একই সাথে সমৃদ্ধ ও সম্ভাবনাময় শিল্পকলার উন্নয়নকে সামনে রেখে সামিটে ১২০ জনেরও বেশি বক্তার অংশগ্রহণে থাকবে মোট ১৬টি প্যানেল আলোচনা এবং ২টি সিম্পোজিয়াম। সামিটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিশ্রæতিশীল শিল্পীদের জন্য সামদানি আর্ট অ্যাওয়ার্ড এবং সামদানি সেমিনার প্রোগ্রামের আয়োজন থাকবে। স্থানীয় শিল্পকলার উন্নয়নের লক্ষ্যেই সামিটে বিচিত্র সব আয়োজন। ৪ দিন ব্যাপি এই সামিট এর ২০১৬ সংস্করণ ১ লাখ ৩৮ হাজার স্থানীয় ও ৮০০ আন্তর্জাতিক দর্শককে আকৃষ্ট করে। সামিটে আরও থাকছে সামদানি আর্কিটেকচার অ্যাওয়ার্ডেও প্রথম বিজয়ী মাকসুদুল করিমের ডিজাইনকৃত সর্বপ্রথম এডুকেশন প্যাভিলিয়ন। আর্ট এবং আর্কিটেকচারকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টির উদ্দেশ্যে আরও থাকছে আন্তঃ বিষয়ক ওয়ার্কশপ। অংশগ্রহণে থাকছে র‌্যাকস মিডিয়া কালেকটিভ, সুপারফ্লেক্স, দায়ানিতা সিং এবং আর্ট এডুকেশনের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানসমূহ। এছাড়াও যৌথ সম্পৃক্ততায় রয়েছে স্ট্যাডেলশুল, ওপেন স্কুল ইস্ট, টিবিএ ২১ একাডেমী, মারসে কানিংহ্যাম ট্রাস্ট, এফএইছএন ডবলু একাডেমী অফ আর্ট এন্ড ডিজাইন এবং হার্ভার্ড প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ