Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ শমী কায়সারের জন্মদিন

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: আজ দেশের বরেণ্য অভিনেত্রী শমী কায়সারের জন্মদিন। এখন অভিনয়ে তাকে খুব বেশি দেখা না গেলেও দর্শকমনে তার অবস্থান অটুট রয়েছে। তিনি সর্বশেষ গত বছরের কোরবানীর ঈদে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘কালো চিঠি’ নাটকে অভিনয় করেন। এরপর একই পরিচালকের ‘শেষের পরে’ এবং ‘অনুমতি প্রার্থণা’ নামে দুইটি নাটকে তিনি অভিনয় করেছিলেন। বিগত তিন বছরে শমী কায়সারকে এই তিনটি নাটকেই অভিনয় করতে দেখা যায়। জন্মদিনে কী করবেন এমন প্রশ্নের জবাবে শমী কায়সার বলেন, ‘এফবিসিসি আই’র একটি মিটিং আছে আজ সকালে। আবার আমার নিজের প্রতিষ্ঠান ধানসিঁড়ির একটি মিটিং আছে। সব মিলিয়ে দুটো মিটিং-এর মধ্যদিয়ে ব্যস্ততার মাঝেই কাটবে আজকের দিনটি। রাতে পরিবারের সাথে সময় কাটাতে পারবো কী না তাও জানিনা। কারণ রাতের ফ্লাইটে কলকাতা যাওয়ার সম্ভাবনা আছে। তবে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’ এদিকে শহীদুল হক খানের ‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে শমী কায়সার অভিনয় করছেন এমন সংবাদে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ‘যুদ্ধ শিশু’ চলচ্চিত্রে অভিনয় করছেন না শমী কায়সার। শমী কায়সার বলেন, ‘চলচ্চিত্রটির পরিচালক চেয়েছিলেন আমি এতে অভিনয় করি। কিন্তু আমি এখন ভীষণ ব্যস্ত। চলচ্চিত্রে অভিনয় করার মতো সময় এখন আমার নেই। পরিচালক বলেছিলেন, সময় সমন্বয় করে নিবেন। কিন্তু তারপরও হচ্ছেনা। তাই যুদ্ধ শিশু চলচ্চিত্রে আমার অভিনয় করা হয়ে উঠছেনা।’ শমী কায়সার সর্বশেষ আবুল হায়াত পরিচালিত ‘আকাশের ওপারে আকাশ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি ২০১৫ সালে এনটিভিতে প্রচার হয়। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় ‘কে বা আপন কে বা পর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ১৯৮৯ সালে টিভি নাটকে শমী কায়সারে অভিষেক ঘটে। এর পরপই তিন পর্বের ধারাবাহিক নাটক ‘যতো দূরে যাই’তে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেছিলেন আবদুুল্লাহ আল মামুন। শমী কায়সার অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘স্পর্শ’, ‘একজন আরিয়ানা’, ‘আকাশে অনেক রাত’, ‘মুক্তি’, ‘অন্তরে নিরন্তর’, ‘স্বপ্ন’, ‘ঠিকানা’, ‘পরিচয়’, ‘সম্পর্ক’ ইত্যাদি। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। একটি চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ ও অন্যটি তানভীর মোকাম্মেলের ‘লালন’। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শমী কায়সারকে জন্মদিনের শুভেচ্ছা।



 

Show all comments
  • tito ১৫ জানুয়ারি, ২০১৮, ২:১৪ পিএম says : 0
    you are my favarate actor
    Total Reply(0) Reply
  • mahbub alam ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:৫৫ এএম says : 0
    শুভ জন্মদিন শুভকামনা রইলো আপনার জন্য।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ