Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো আজকের অনন্যা উপস্থাপনায় তানিয়া আহমেদ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: জিটিভিতে প্রচার চলতি গেম শো ‘আজকের অনন্যা’ শুরু হয়েছিলো তানিয়া আহমেদের উপস্থাপনায়। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো, আজমেরী হক বাঁধন এবং মৌসুমী হামিদ। আবারো ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তানিয়া আহমেদ। এফডিসিতে চলছে অনুষ্ঠানটির শূটিং। নতুন সিজনে ‘আজকেন অনন্যা’য় আনা হয়েছে একাধিক পরিবর্তন। পুরানো গেম বাদ দিয়ে যুক্ত করা হয়েছে নতুন গেমস। সেই সাথে প্রতিটি গেমস এর জন্য তৈরি করা হয়েছে আলাদা সেট। উপস্থাপনায়ও থাকছে একাধিক চমক। ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি হলো সেই সব নারীদের প্ল্যাটফর্ম, যারা নিয়মিত জীবনে বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ করেন। নারীদের মধ্যে যারা সংসারের পাশাপাশি চাকরি, ব্যবসা, সেবামূলক কাজ যুক্ত তাদের জন্য জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘আজকের অনন্যা’। ঘর-সংসার আর অন্যসব কাজের বাইরেও এমন অনেক নারী আছেন যারা আরো অনেক কিছু করতে পারেন ও করতে চান। যাদের মধ্যে আছে সুপ্ত প্রতিভা, যা সময় সুযোগের অভাবে প্রকাশ হয়নি। সেই সকল নারীদের ইচ্ছা এবং প্রতিভার প্রকাশ ঘটাতেই এ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি পুনরায় উপস্থাপনা প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, অনেক দিন ধরেই উপস্থাপনা করছি। আজকের অনন্যা আমার উপস্থাপনা আমার ভালোলাগার আর ভালোবাসার প্ল্যাটফর্ম। আজকের অনন্যা আমার কাছে খুব উপভোগ্য মনে হয়। এছাড়া অনেক মানুষের সাথে আড্ডা হয়, বিভিন্ন মানুষের দর্শন সম্পর্কে জানা যায়। আশা করছি, আমার উপস্থাপনা আবারো দর্শক উপোভোগ করবেন। তানিয়া আহমেদের উপস্থাপনায় ও তুষার জামালের প্রযোজনায় ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ