রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : আমিন, আমিন ধ্বনিতে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার সাথে তাল মিলিয়ে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে গতকাল বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিন দিনব্যাপী মহিলা ইজতেমা। নন্দীপুর গ্রামের ধর্মপ্রাণ তাবলিগ জামাতকর্মী ইসমত আলী প্রতি বছর বিশ্ব ইজতেমায় যোগদান করে এলাকায় এসে মুসলমানদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ ও ঈমান আখলাক আমল করার দাওয়াত দিতেন। তারই পরামর্শে তার স্ত্রী তারা বানু আজ থেকে ৪০ বছর আগে নিজ বাড়িতে আশপাশের মহিলাদের নিয়ে মহিলা ইজতেমা শুরু করেন। দিন দিন এর প্রসার লাভ করে। তার মৃত্যুর পর মায়ের আদেশে তার ছেলে আলী উছমান জাকারিয়া নিজ উদ্যোগে প্রতি বছর তিন দিনব্যাপী মহিলা ইজতেমার আয়োজন করে আসছে। মহিলা ইজতেমায় নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা যোগদান করেন।
গত শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে মহিলা ইজতেমা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমায় আম-বয়ান করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ির পাহাড়পুর গ্রামের মজিদা বেগম, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী গ্রামের মিনা বেগম, মঞ্জুরা খাতুন, সদর উপজেলার অনন্তপুর গ্রামের মনোয়ারা বেগম, নন্দীপুর গ্রামের হাজেরা খাতুন, রুমেলা বেগম। মহিলা ইজতেমায় মুসলিম উম্মার সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, ঐক্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন ত্রিয়শী গ্রামের মহিলা ইজতেমার প্রধান মুরব্বি খাদিজা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।