রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আরিচা সংবাদদাতা : গত কয়েকদিন শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশার কারণে নৌপথ দৃষ্টিগোচর না হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। গতকাল রোববার ভোর রাত সাড়ে ৪টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত দীর্ঘ সোয়া ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরিতে পার হতে আসা যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উভয়ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল পৌনে ১১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে উভয় ঘাটে যাত্রীবাহী বাসসহ ছোট কার ও অন্যান্য যানবাহন আটকে পড়ায় কনকনে শীতের মধ্যে যাত্রী ও শ্রমিকরা সীমাহীন দুর্ভোগ পোহান। এতে উভয় ঘাটে ছয় শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিআইডবিøউটিসির দৌলতদিয়া ফেরিঘাট শাখা সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর নৌপথ ঘন কুয়াশার চাদরে টেকে থাকছে। ফলে নৌপথ চিহ্নিতকারী বিকন বাতি (মার্কার) দৃষ্টিগোচর না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। বাসের যাত্রী ও শ্রমিকরা জানান, কনকনে শীতের মধ্যে ঘাটে আটকা পড়ে সীমাহীন কষ্ট ভোগ করে দিনের শেষে ফেরি পার হতে হয়েছে। দীর্ঘ সময় যাত্রী সাধারণ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়ে। নারী ও শিশু যাত্রীদের কষ্টের সীমা ছিল না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।