Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ৫টি বোমা উদ্ধার

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারিশামারী থেকে পাঁচটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে পরিত্যাক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান জানান, শনিবার রাত্র পৌনে ১০টায় ফটিকখালী গ্রামের অমলকৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন ও খালিয়া গ্রামের ইবাদুল ইসলাম সানার ছেলে শামীম একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে ফটিকখালীর দিকে যাচ্ছিলেন। পারিশামারী গ্রামের মৃত যোতিন্দ্র রায়ের ছেলে শান্তিরঞ্জন রায়ের মৎস্যঘেরের দক্ষিণ পাশের রাস্তার ওপর পৌঁছলে পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ দুর্র্বৃত্তচক্র তাদের পথরোধ করে মারপিট শুরু করে। একপর্যায়ে আক্রমণকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা পাঁচটি বোমা ফেলে যায়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, এসআই প্রদীপ কুমার সানা ও এএসআই মাহবুব ঘটনাস্থল পৌঁছে বোমা পাঁচটি উদ্ধার করেন।
এ ব্যাপারে স্বপন কুমার মন্ডল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও পেনালকোড আইনে মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ