রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে একটি মার্কেটে সিগারেট থেকে লাগা আগুনে তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টার সময় পৌর শহরের টেংরা মোড়ের আনসার রোড সড়কের রিয়াজ উদ্দিন সুপার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়। এসময় আগুন নেভাতে গিয়ে দোকান মালিকসহ তিনজন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ওই মার্কেটে ইব্রাহিমের পুত্র ইসমাইল শেখ শাহ চন্দ্রপুরী অটো রেক্সিন নামক দোকানের পিছনে রাখা রিক্সার রেক্সিনের ফোম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই পাশের ফারুখ হোসেনের মেলা ইলেক্ট্রনিক্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তিনটি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তিন মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিভাতে গিয়ে দোকান মালিক ইসমাইল হোসেন (৩৬), সাব্বির (২৮), আলামিন (২০) আহত হয়। খবর পেয়ে শ্রীপুর মাওনা ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষতিগ্রস্থদের দেখতে সকালে শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মো: তাইজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।