বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জাপানি নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে করে আসা এক জাপানি নাগরিকের কাছ থেকে ১ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল রিজেন্টের ফ্লাইটে নজর রাখছিল। ওই ফ্লাইটের একজন বিদেশি (জাপানি) যাত্রীকে গ্রিন চ্যানেল আসার পর আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ওই ব্যক্তির শরীরের ভেতরে লুকানো অবস্থায় ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।