Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা হচ্ছে সন্ত্রাস দমন আইনে তিনজনের মৃত্যু গুলিতে

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় নিহত তিনজনের মৃত্যু হয়েছে গুলিতে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক এ এম সেলিম রেজা গতকাল শনিবার বিকেলে এ কথা বলেন। অন্যদিকে জেএমবির তিন সদস্য নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হচ্ছে। র‌্যাব-৩এর অধিনায়ক লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, সন্ত্রাস দমন আইনে র‌্যাবের পক্ষ থেকে মামলাটি করা হবে। মামলা করার সব ধরনের প্রক্রিয়া শেষের দিকে। তেজগাঁও থানায় এ মামলা হবে। নিহত তিনজনের নাম–পরিচয়ের বিষয়ে জানতে চাইলে র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, তিনজনের নামপরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে র‌্যাবের কাজ চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে ছয়তলা ওই বাড়ির পঞ্চম তলায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় র‌্যাব। এরপর একটানা প্রায় ৪০ মিনিট গোলাগুলি হয়। এ সময় তিনজন নিহত হয়। পশ্চিম নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১০০ গজের মতো দূরে রুবি ভিলার অবস্থান। সংসদ সদস্যদের সরকারি বাসভবন বা ন্যাম ভবনের কাছেই এটি। ছয়তলা বাসার পঞ্চম তলায় মেস বাসা ছিল। ময়নাতদন্ত শেষে চিকিৎসক সেলিম রেজা সাংবাদিকদের বলেন, তেজগাঁও থানা থেকে তিনটি লাশ পাঠানোর পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। তিনজনের শরীরে বুলেটের চিহ্ন রয়েছে। গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। এ ছাড়া তাঁদের শরীরে বুলেটের একাধিক আঘাতের চিহ্নও ছিল উল্লেখ করে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনে যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে, আমরা সেই আঘাতগুলো পেয়েছি। একজনের শরীরে একটি বুলেট পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের সামনে ও পেছনের দিকে এসব আঘাত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ