বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে অতি শীঘ্রই আরও আধুনিকায়ন করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আরও বাড়ানো হবে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য। গত শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজান কামাল। মন্ত্রী বলেন, বিমানবন্দরে যাতে পর্যটকরা উন্নত সেবা পায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। বাণিজ্যিক রাজধানী হিসেবে বিদেশিদের জন্য চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। মতবিনিময়ের আগে বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহাজান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ কবর জেয়ারত ও মোনাজাত করেন এবং মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।