বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে এক কারখানার শ্রমিককে অপহরণের ৪ দিন পর টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ১২ জানুয়ারি রাতে তাকে উদ্ধার করা হয়। অপহৃত কারখানা শ্রমিক আব্দুস শহিদ (২৫) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার লাইগুড়িপাড়া গ্রামের হবিজ উদ্দিনের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার আসওয়াদ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের একটি কারখানায় সহকারী (হেলপার) পদে চাকুরী করতো। গত ৮ জানুয়ারী কারখানায় কর্তব্য পালন শেষে বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, গত ৮জানুয়ারি সোমবার রাত ১০টার দিকে অফিস ছুটির পর শহিদ ভাড়া বাড়ীতে আসার পথে ৩-৪জন অজ্ঞাতনামা লোক তার চোখ বেঁধে প্রাইভেটকারে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে তার বড় ভাই শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করলে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নির্ণয়ের পর গাজীপুরের টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদকে রেখে অপহরকারীরা পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।