Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাসব্যাপী লোকজ মেলা শুরু আজ

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


সোনারগাঁ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আজ থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে মাসব্যাপী লোকজ উৎসব ও লোক কারুশিল্প মেলা ২০১৮। মাস ব্যাপী লোকজ উৎসব লোক ও কারুশিল্প মেলা চলবে আগামী ১২ই ফেব্রæয়ারী পর্যন্ত। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষযক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, ফাউন্ডেশনের পরিচালক কবি রবিন্দ্র গোপের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, পৌর মেয়র সাদেকুর রহমান প্রমুখ।
এবারের উৎসব ও মেলায় দেশের বিভিন্ন পল্লী অঞ্চল থেকে ৬০ জন কারুশিল্পী অংশ নেবেন। তাদের জন্য রয়েছে ৩০টি স্টল। এর মধ্যে সিলেট ও মুন্সিগঞ্জের শীতলপাটি নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাড়ি ও মুখোস, ঢাকার শাঁখাশিল্প ও মৃতশিল্প চট্রগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি,ঠাঁকুরগাঁওয়ের বাঁশের কারুশিল্প, সোনারগাঁয়েওর এককাঠের হাতি ঘোড়া পুতুল কাঠের কারুশিল্প, নক্শি কাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প,কুমিল্লার তামা-কাঁশা পিতলের কারুশিল্প, রাঙ্গামাটির ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুপন্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প ও সিলেটের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির কারুপণ্য এ মেলায় স্থান পাচ্ছে। এবার গ্রামীণ লোকজ সংস্কৃতির অন্যতম মাধ্যম “কাঠের কারুশিল্পের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন” শিরোনামে প্রদর্শনী আয়োজন করা হবে।
মেলায় উৎপাদন প্রদর্শনীর ৩০ টি স্টলসহ মোট ১৮০টি চারু ও কারু পন্যের স্টল বসবে। তার মধ্যে হস্তশিল্প ৪৫টি, পোশাক ৪৫টি, স্টেশনারি ও কসমেটিক্স ৩৪টি খাবার ও চটপটির স্টল ১৬টি ও মিষ্টির স্টল ১০টি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ