Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীর বা পীরজাদার হাতে টাকা দিয়ে নয় পিতামাতার খেদমতেই জান্নাত লাভ সম্ভব : ফুরফুরা পীরজাদা

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ফুরফুরা শরিফের পীর মাওলানা বাকী বিল্ল­াহ্ সিদ্দিকীা (রহঃ) সাহেবজাদা ন’হুজুর (রহ.)-এর পৌত্র মাওলানা মোহাম্মদ আল্লামা জবিহহুল্ল­াহ সিদ্দিকী বলেছেন, আমাদের আকিদা মজবুত করতে হবে। আর তাছাওউফ করতে হবে রুহানী খোরাকের জন্য। তিনি বলেন, তাকওয়া ও খেদমতের মাধ্যমে তাছাওউফ অর্জন সম্ভব। জমিয়তে জাকেরীনের মুখ্য নির্দেশক পীরজাদা জবিহহুল্ল­াহ সিদ্দিকী গতকাল ট্রপিক্যাল হাইওয়ে হোমসের সায়াদাতিয়া খানকায় ভক্ত ও আশেকানদের উদ্দেশে এ কথা বলেন। তিনি প্রতিবারের ন্যায় এবারো দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করেন, পিতা মাতাকে খেদমতের মাধ্যমে জান্নাত লাভ সম্ভব। পীর বা পীরজাদার হাতে টাকা দিয়ে জান্নাত লাভ সম্ভব নয়। আল্লাহ ও রাসূল(সাঃ) কে পেতে হলে সহিহ আকীদা তৈরী করতে হবে। তিনি বলেন, আমলে নাজাত নয়, মজবুত আকীদায় নাজাত। গত শুক্রবার সন্ধায় তিনি এক ঝটিকা সফরে তিনি বাংলাদেশে আসেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ