Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়ত নেতা মাওলানা নোমানীর ইন্তেকাল

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা হুসাইন আহমদ নোমানী সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাওলানা হুসাইন আহমদ নোমানী’র ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের দু’টি গ্রæপের নেতৃবৃন্দই গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
মরহুমের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা আব্দুল মু’মিন শায়খে ইমামবাড়ী ও মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী এবং ওয়াক্কাস গ্রæপের
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহসভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, সহসভাপতি প্রফেসর মাওলানা তৈয়্যবুর রহমান নিজামী, সহসভাপতি মাওলনা গোলাম রহমান, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা বেলায়েত আল-ফিরোজী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি জাকির হোসাইন খান ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালি পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতারা বলেন, মাওলনা নোমানী ছিলেন প্রজ্ঞাবান আলেম, ইসলাম ও মুসলমানের দুর্দিনের কান্ডারী, তিনি ইসলামের সত্য ও সুন্দরের বাণী প্রচারের আমৃত্যু নিয়োজিত ছিলেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি নেতারা গভীর সমবেদনা প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ