Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করলেন সঙ্গীতশিল্পী লুবনা লিমি

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সঙ্গীত শিল্পী লুবনা লিমি বিয়ে করলেন। বর প্রাণের ইভেন্ট ম্যানেজার মাঈদুর রহমান। সম্প্রতি রাজধানীর ঝিগাতলার সিনে ক্যাফেতে দুই পরিবারের উপস্থিতে এই বিয়ে সম্পন্ন হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন লিমি ও মাঈদুর রহমানের ঘনিষ্টজনরা। লুবনা লিমি বলেন, নতুন জীবন শুরু করলাম। সংসারের পাশাপাশি নিয়মিত গান করে যাব। আর মূলত মাঈদুর গানের জন্য আমাকে ভালবেসেছে। তাই গান করে যাবো। আমরা সবার দোয়া চাই। ময়মনসিংহের মেয়ে লুবনা লিমি বিগত কয়েক বছরে তার ভক্ত-শ্রোতা’র জন্য তিনটি একক অ্যালবাম উপহার দিয়েছেন। মাঝে তিনি ‘ভালোবাসি বলতে চাই’ শিরোনাম একটি নতুন একক গান করেছেন। গানের কথা, সুর নিজের হলেও এর সঙ্গীতায়োজন করেছে স্টুডিও ডকিয়ার্ড। সংগীতার ঈদ এক্সক্লুসিভ অডিও সং হিসেবে এটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়। পাশাপাশি লুবনা লিমি স্টেজ শো নিয়েও বেশ ব্যস্ত। লুবনা লিমি’র গানে হাতেখড়ি ওস্তাদ মাসুদ করিমের কাছে। এরপর তিনি সুমিতা নাহা, স্বপন ধর, আনোয়র হোসেন’র কাছেও গানে তালিম নিয়েছেন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী থাকাকালীন তিনি ময়মনসিংহের উদীচি থেকে ছয় বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে ২০০১ সাল থেকে বিটিভিতে গান গেয়ে আসছেন লিমি। ময়মনসিংহের প্রি-ক্যাডেট স্কুল থেকে এসএসসি, মুমিনুন্নেসা কলেজ থেকে এইচএসসি এবং আনন্দ মোহন কলেজ থেকে সমাজ কল্যাণে অসার্স ও মাস্টার্স সম্পন্ন করেন লুবনা লিমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ