Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বই মেলায় আসছে সাজুর তুমি জোছনাময়ী

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহআলম সাজু’র ২৫তম উপন্যাস ‘তুমি জোছনাময়ী’, আগামী একুশে বই মেলায় প্রকাশিত হবে। বইটি প্রকাশ করবে পার্ল পাবলিকেসন্স। ছয় জন তরুণীর সুখ-দুঃখ, স্বপ্ন-হতাশা, জীবন সংগ্রাম ও স্বপ্ন পূরণের গল্প নিয়ে এই উপন্যাসের কাহিনী। সেইসাথে এটি ভালোবাসার একটি উপন্যাসও। সাজু বলেন, ‘তুমি জোছনাময়ী আমার স্বপ্নের একটি উপন্যাস। টানা বেশ কয়েকমাস ধরে এটি লিখেছি। আমার ভীষণ প্রিয় একটি উপন্যাস। আমার বিশ্বাস, তুমি জোছনাময়ী পাঠকের মন জয় করবে।’ বইটির প্রচ্ছদ করেছেন সাদাতউদ্দিন আহমেদ এমিল। উল্লেখ্য, সাজুর লেখা প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এখন পর্যন্ত তার ৩৫টি বই প্রকাশিত হয়েছে। তিনি দৈনিক ডেইলি স্টার’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। গত বইমেলায় সাজু’র লেখা যে বইগুলো প্রকাশিত হয়েছিলো সেগুলো হচ্ছে ‘মনেরেখো সন্ধ্যাতারা আমিও ভালোবেসেছিলাম’, ‘তুমি বৃষ্টিময়ী’,‘ভয়ংকর বাবলু’, ‘মনে পড়ে’ ,‘জনি গোয়েন্দা’,‘গোয়েন্দা অভিযান’ এবং ‘বসন্তে এসো ভালোবাসা দিবো’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ