রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারে ইলেকট্রিক ট্রান্সফরমার মেরামত ও তৈরীর কারখানায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা এসময় ওই কারখানায় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ‘ইউনাইটেড জেনারেল ইলেকট্রিক কোম্পানি লিমিটেড’ কারখানায় এ ডাকাতির ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক মো: রোকনুজ্জামান বলেন, গভীর রাতে ওই কারখানার ভিতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে। ডাকাতরা কারখানার ৯ জনের বেতনের প্রায় নগদ এক লক্ষ ৮০ হাজার টাকাসহ কারখানার ট্রান্সফারমার মেরামতের মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। সকালে কারখানার গৃহকর্মী এসে সবাইকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ডাকাতির বিষয়টি স্বীকার করে বলেন, এঘটনায় মামলা নিচ্ছি, তবে নিউজ করার দরকার নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।