Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে জমে উঠেছে শ্রমিক ইউনিয়ন নির্বাচন

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে জমে উঠেছে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচার প্রচারণা। জানা গেছে, আগামী ১৯শে জানুয়ারী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কার্যকরি কমিটির ৯টি পদে ৩০জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এতে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩, সহ-সাধারণ সম্পাদক পদে ৪, সাংগঠনিক সম্পাদক পদে ৪, অর্থ সম্পাদক পদে ৩, প্রচার সম্পাদক পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩ ও ধর্মীয় সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রার্থীরা দিনরাত কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়া উপেক্ষা করে নাওয়া খাওয়া ছেড়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। তারা ভোটারদের সাথে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন। সংশ্লিষ্ট সুত্রে জানায়, এ নির্বাচনে ১ হাজার ৫৫ জন পুরুষ ও শতাধিক নারী ভোটার ভোট প্রয়োগ করবেন। এদিকে এ নির্বাচনকে ঘিরে পোস্টালে পোস্টালে ছেয়ে গেছে উপজেলা সদরসহ গ্রামগঞ্জের হাট-বাজার ও জনবহুল এলাকা গুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ