Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে বীজতলা নষ্ট

প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১০:০২ পিএম, ১৩ জানুয়ারি, ২০১৮

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়েছে বোরো বীজতলাগুলো। গত ১২ দিন থেকে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও দিনভর ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলাগুলো বিবর্ণ হয়ে পড়েছে। অনেক বীজতলায় চারা বীজগুলোতে গোড়া পচন রোগ দেখা দেয়ায় চারা বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে চলতি বোরো মৌসুমে কৃষক চারা বীজের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট সুত্রে জানায়, এ বছর উপজেলায় ১৩’শ ৮৫ হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের বীজ ৪’শ ৫৫ হেক্টর ও অন্যান্য জাতের ৯’শ ৩০ হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রাশেদুল ইসলাম জানান, অতিরিক্ত ঠান্ডা ও ঘন কুয়াশার হাত থেকে রক্ষা পেতে কৃষককে বীজতলাগুলোতে ছাই ব্যবহারসহ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ