Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে গ্যাস ক‚পের সন্ধান

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে : নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে নতুন গ্যাস ক‚পের সন্ধ্যান লাভ করেছে বাংলাদেশ তৈল গ্যাস অনুসন্ধ্যান কো¤পানী বাপেক্স। উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের উত্তর অম্বরনগর হিলটেক্স নামক স্থান সংলগ্ন জায়গায় গ্যাসের নতুন এই ক‚পের সন্ধ্যান পাওয়া যায়। ইতিপূর্বে খননকৃত বেগমগঞ্জের ১২ নং কুতুবপুর ইউনিয়নাধীন এনায়েতপুরে অবস্থিত ৩ নং গ্যাস ক‚প থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং যাহা বর্তমানে নোয়াখালী গ্যাস ফিল্ডের ৪ নং ক‚প হিসেবে স্বীকৃতি লাভ করে। বিষয়টি নিশ্চিত করেন জেলার একাধিক গ্যাস ক‚প ও প্রকল্প পরিচালক ( পিডি) তোফায়েল উদ্দিন খন্দকার। তিনি বলেন, জেলার ৩ নং গ্যাস ক‚প (বেগমগঞ্জ গ্যাস ফিল্ড) বর্তমানে বন্ধ থাকার কারন উ™ঘাটন ও তা সচল করার কাজ জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। আমরা বাপেক্সের দায়িত্বে বর্তমানে ৩ নং ক‚পে যে স্তরে পানি ও কাদা আসছে, সে স্তরে পরিবর্তন করে প্রয়োজনে আরো উপরে ও নিচে অনুসন্ধ্যান চালাব ক‚পটিতে গ্যাস উত্তোলন সচল রাখার জন্য। অপরদিকে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর অম্বরনগরে অনুসন্ধ্যানে পাওয়া ৪ নং ক‚পে খনন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় যান্ত্রিক সরঞ্জাম সরবরাহের উদ্দেশ্যে সড়ক মেরামতের কাজ চলছে। তিনি আরো বলেন, সড়ক প্রস্তুত হলে ২০১৮ সালের মাঝামাঝি সময়ে ৪ নং ক‚প খনন কাজ আরম্ভ করবেন রাশিয়ান জাতীয় তৈল গ্যাস অনুসন্ধ্যান কো¤পনী গ্যাজ ফম। তিনি ৩ নং ক‚প থেকে ৪ নং ক‚প গ্যাস মজুদের দিক থেকে লাভজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খনন কার্যক্রম পরিচালনার জন্য লাল পতাকা দিয়ে উল্লেখিত স্থান সংরক্ষণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ