রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা জেলা সংবাদদাতা : পাবনা মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রæপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করা নিয়ে গতকাল শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ অনিদিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, ভর্তি হওয়া এ বছরের নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাফুজ নয়ন ও সাধারন সম্পাদক অদ্বিতীয় দে গ্রæপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ চলে আসছিল। এরই জেরধরে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে দুই গ্রæপের সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মীমসহ ৯ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বিভিন্ন বে-সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার অফিসার ইনচার্স আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।