Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও বিশ্ব ইজতেমায় মুসল্লীদের পরিবহণে বাস দিলেন ডিপজল

প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১২:০৯ এএম, ১৩ জানুয়ারি, ২০১৮

 

বিনোদন রিপোর্ট: মুভিলর্ড খ্যাত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বরাবরের মতো এবারও বিশ্ব ইজতেমায় মুসল্লিদের আসা যাওয়ার জন্য নিজস্ব পরিবহন প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ৫০টি বাস সার্ভিস দিয়েছেন। ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের কষ্ট লাঘব করতে তিনি এ পরিবহন সেবা সবসময়ই দিয়ে আসছেন। গত বছর বিশ্ব ইজতেমায় ডিপজল ১৯৫টি বাস দিয়েছিলেন। যার ফলে দেশের দূর দূরান্তের অসংখ্য মুসল্লি সহজেই ইজতেমায় অংশ নিতে পেরেছিলেন। এ ব্যাপারে ডিপজল জানান, আমাকে একসাথে ৮৮টি বাস বিক্রি করে দিতে হয়েছে। তাই খুব বেশি বাস এবার ইজতেমায় দিতে পারছি না। এবার আমি ৫০টি বাস দিতে পারছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ