Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নদলের দু’দিন ব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৮

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নাট্যাচার্য সেলিম আল দীন-এর ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ জানুয়ারি আয়োজন করছে দু’দিন ব্যাপী 'নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব-২০১৮'। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৭তম এ আসরের ¯েøাাগান হচ্ছে ‘রবীন্দ্রনাথ সেলিম আল দীন দু’হাত ধরে রয়, বাঙলানাট্যের সম্মুখযাত্রা নিশ্চিত-নির্ভয়’। উৎসবে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘হেলেন কেলার’ ও ‘হরগজ’ মঞ্চায়ন ছাড়াও থাকছে বিশেষ বক্তৃতানুষ্ঠান, আলোচনা, স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলাচত্বর সজ্জা প্রভৃতি। ১৪ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে নাট্যজন এস এম মহসীনের সভাপতিত্বে সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। এরপর একক বক্তৃতানুষ্ঠানে 'সেলিম আল দীনের নাট্যদর্শন তথা বাঙলা নাট্যরীতি প্রসারে প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়' শীর্ষক বক্তব্য প্রদান করবেন নাট্যাচার্যের আজন্ম শিল্পসঙ্গী নাট্যজন ড. আফসার আহমদ। অতিথি হিসেবে অভিমত উপস্থাপন করবেন নাট্যজন ড. রশীদ হারুন, নাট্যজন লাকী ইনাম, নাট্যজন ঝুনা চৌধুরী, যাত্রাজন মিলন কান্তি দে, নাট্যজন চন্দন রেজা, মূকাভিনয়জন রিজোয়ান রাজন, নাট্যজন অপূর্ব কুমার কুÐু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক ও স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। এরপর সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা অপূর্ব কুমার কুÐুর রচনা, জাহিদ রিপনের নির্দেশনা এবং জুয়েনা শবনমের একক-অভিনয়ে মনোড্রামা ‘হেলেন কেলার’। দ্বিতীয় দিন নাট্যাচার্যের প্রয়াণদিবস ১৪ জানুয়ারি রবিবার সকালে থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং সাড়ে ৯টায় ক্যাম্পাসস্থ পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’-এর মঞ্চায়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ