Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে চাকরিতে আব্দুল্লাহ জহির বাবু

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সিনেমার এক সময়ের ব্যস্ত স্ক্রিপ্ট রাইটার আবদুল্লাহ জহির বাবু এখন স্ক্রিপ্ট লেখা বাদ দিয়ে চাকরি করছেন। অথচ বছর দুয়েক আগেও যার বাসায় পরিচালক-প্রযোজকদের লাইন লাগত এখন তার হাতে স্ক্রিপ্ট নেই বললেই চলে। সিনেমায় অনেকটা বেকার হয়ে পড়েছেন। এই বেকারত্ব ঘুচাতে এখন চাকরি করছেন। বর্তমানে একটি মোবাইল কনটেন্ট প্রোভাইডার কো¤পানিতে চাকরি করছেন। বাবু বলেন, গত বছরের ১০ এপ্রিল থেকে বঙ্গবিডির কনটেন্ট এনালিস্টের পদে চাকরি করছি। মাস শেষে বিশাল অংকের বেতন পাই। একটা সময় সিনেমাকে ভালোবেসে অন্য কোন চাকরি-বাকরিতে যাইনি। কিন্তু এখন জীবিকা নির্বাহ বলেন আর সংসার চালানো বলেন, তার জন্য তো কিছু একটা করতে হবে। তাই চাকরি করছি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে পেশাদার প্রযোজক আসছে না। যারা আসছেন, তাদের দু-একজন ছাড়া বাকিরা লস করছেন। সিনেমা নির্মাণের সংখ্যা কমে গেছে। সবমিলিয়ে বাজার মন্দা। অথচ একটা সময়ে বছরে ১৫-২০টা সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। সবসময় ৮-১০টা স্ক্রিপ্টের কাজ থাকতো। এখন হাতে রয়েছে সব মিলিয়ে ২-৩টি। বর্তমানে লিখছি শাহীন সুমনের নতুন সিনেমা ‘অস্ত্র’র স্ক্রিপ্ট। উল্লেখ্য, বাবুর পিতা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মরহুম জহিরুল হক। ১৯৯৭ সালে বাবু নির্মাতা মনতাজুর রহমান আকবরের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। ঐ বছরই স্ক্রিপ্ট রাইটার হিসেবে যাত্রা শুরু করেন। এ পর্যন্ত তার লেখা স্ক্রিপ্টে ২৮৫টি সিনেমা মুক্তি পেয়েছে। সর্বশেষ মুক্তি পেয়েছে মালেক আফসারি পরিচালিত অন্তরজ্বালা সিনেমাটি। বাবুর স্ত্রী ফারজানা জহির একজন গৃহিনী। কন্যা জারা ও ছেলে আনান হাইস্কুলে পড়াশোনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ