Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে অস্ত্রের মুখে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর বাড়িতে ফিরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন। মেয়েটির মা জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের সাহেববাড়ী গ্রামে খালার বাড়ি থেকে ফেরার পথে সোমবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭)সহ ৪/৫ জন যুবক তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা মেয়েটিকে কাঁঠালবাড়ি এলাকার এনামুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে একজন তাকে সারারাত ধর্ষণ করে।
পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে ধর্ষিত ছাত্রীকে বাড়ির কাছে রেখে চলে যায়। মেয়ের কাছে ঘটনা শুনে মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭)সহ ৪জনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় একটি ধষণ মামলা করা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারে সকল চেষ্টা অব্যাহত রয়েছে।



 

Show all comments
  • মোঃমোস্তা রানা জুয়েল ২৪ এপ্রিল, ২০১৮, ৩:৩৫ পিএম says : 0
    গোবিন্দগঞ্জের পুলিশ হলো ঘুসখোর,ওরা অপ‍্রাধী ধরবে না টাকা ছাড়া
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ