Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি আহত ৩

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী ইউনিয়নাধীন সাটিয়াবাড়ী গ্রামের ব্রæনাই প্রবাসী আবু হানিফের বাড়ীতে ১০ জানুয়ারি গভীর রাতে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি সংঘটিত করে। ডাকাতি কালে বেধড়ক লাঠি পেটা ও এলোপাথারী দায়ের কুপে ৩ জন আহত হয়। আহত রফিকুল ইসলাম মানিক (৪৫), ভাড়াটিয়া মামুন (৩০) ও প্রবাসীর স্ত্রী রোকেয়া (৩০) কে আহত করে। আহতদেরকে স্থানীয় রাজেন্দ্রপুর জেনালের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডাকাতি হওয়া পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ডাকাতরা বাউন্ডারী টপকিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ৭ ভরি স্বর্নালংকার, নগদ ২৫ হাজার টাকা, মোবাইল সেট নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী রফিকুলের বাড়ীতে প্রবেশ করে ভাড়াটিয়াদের বেধড়ক মারপিট করে ৩৩ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নালংকার লুটে নেয়। প্রবাসীর স্ত্রী রোকেয়া আক্তার জানায়, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শ্রীপুর থানার এসআই মজিবুল রাতেই ঘটনাস্থল পরিদর্শক করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ