পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজার ব্যুরো : দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, দেশের পর্যটন ও বিনোদনে কক্সবাজারে স্থাপিত ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ এর সী অ্যাকুরিয়াম একটি নতুন সংযোজন। পর্যটকরা কক্সবাজার এসে এখানে সময় কাটিয়ে আন্দন পাচ্ছেন। দেশের আর কোথাও এরকম সী অ্যাকুরিয়াম নেই। রেডিয়েন্ট ফিশ সেন্টার যাত্রার মাধ্যমে পর্যটনে নব দিগন্তের সূচনা হয়েছে। এজন্য তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। দৈনিক ইনকিলাব এর প্রচার-প্রসারে ভূমিকা রাখবে বলে তিনি জানান।
সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত দৈনিক ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের সম্মেলন উপলক্ষে তিন দিনব্যাপী কক্সবাজার সফরকালে গত মঙ্গলবার বিকেলে দেশবরেণ্য সাংবাদিক দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে কক্সবাজার শহরে স্থাপিত ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ এর সী অ্যাকুরিয়াম পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। দৈনিক ইনকিলাবের সারাদেশের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের নিয়ে তিনি সেখানে পৌঁছালে ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ সী অ্যাকুরিয়ামের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট উদ্যোক্তা মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী তাঁকে স্বাগত জানান।
এসময় ‘রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড’ সী অ্যাকুরিয়ামের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট উদ্যোক্তা মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দুই বছর আগে রেডিয়েন্ট ফিশ সেন্টারের নির্মাণ কাজ শুরু হয়। ইট-পাথর আর কংক্রীটে আবদ্ধ জীবন থেকে এখানে এসে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ও বিনোদনের স্বাদ পাবে দেশী-বিদেশী পর্যটকসহ শহরবাসী। এটি দেখে দর্শনার্থীরা শুধু বিনোদন পাবেন না, এটি দেখে তারা মহান আল্লাহর অপার সৃষ্টি সাগর ও সাগর সংক্রান্ত অনেক অজানা তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন। পর্যটকরা অন্তত কিছুক্ষণ সময় বিনোদনে কাটাতে পারছেন। সী অ্যাকুরিয়াম পরিদর্শনে আসার জন্য তিনি ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনকে ধন্যবাদ জানান।
ইনকিলাব সম্পাদক বলেন, কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন হয়েছে রেডিয়েন্ট ফিশ সেন্টার। শহরের অভ্যন্তরে চিত্ত বিনোদনের খোরাক হিসেবে কক্সবাজারে এই প্রথম আন্তজার্তিক মানের ফিশ অ্যাকুরিয়াম কমপ্লেক্সটি পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন এবং কৃর্ত পক্ষকে ধন্যবাদ জানান তিনি।
রেডিয়েন্ট ফিশ সেন্টারের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ নাজিমুল ইসলাম জানান, বর্তমান প্রজন্মকে গ্রাস করছে ইন্টারনেট। এতে শিশুদের নৈতিক অবক্ষয় ঘটছে। পাশাপাশি বিনোদনের উৎস খুঁজে না পেয়ে অনেকেই বিপদগামী হচ্ছে। সেই বিপথগামিতা থেকে শিশু-কিশোরদের রক্ষা করতে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে অতিথিকে অ্যাকুরিয়াম পরিদর্শনে সহায়তা করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।